বিহারে ৬টি আসনে একাই লড়বে জেমএএম
রাঁচি, ১৮ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ৬টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একাই লড়বে। শনিবার জেএমএম-এর সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ধামদহ, চাকাই, কাটোরিয়া, মণিহারি, জামুই এবং পীরপৈন্তি - আমরা এই আসন গুলিত
বিহারে ৬টি আসনে একাই লড়বে জেমএএম


রাঁচি, ১৮ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ৬টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একাই লড়বে। শনিবার জেএমএম-এর সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ধামদহ, চাকাই, কাটোরিয়া, মণিহারি, জামুই এবং পীরপৈন্তি - আমরা এই আসন গুলিতে প্রতিদ্বন্দ্বিতা করব। সর্বত্র পরিস্থিতি ভিন্ন। কংগ্রেস কেন আরজেডির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে? সিপিআই কেন ভিআইপিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে? নির্বাচনী কৌশল বদলে যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande