নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার ঘটনায় চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার মামলায় শনিবার দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করেছে। রাজেশ খিমজি, শেখ তাহসিন রাজার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করেছে। এই চার্জশিট তিস হাজারী আদালতে দাখিল করা হয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, আদালত মামলাটি গুরুত্ব সহকারে নিয়েছে। পরবর্তী তারিখ ৩০ অক্টোবর। পুলিশ উভয় অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য ধারায় চার্জশিট দাখিল করেছে।
উল্লেখ্য, গত আগস্টে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বাসভবনে জন শুনানির সময় আক্রমণের পর সিভিল লাইনস থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা