সবরকাঁথা, ১৮ অক্টোবর (হি.স.): দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল গুজরাটের সবরকাঁথা। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়, এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বাইক ভাঙচুর করা হয়। সবরকাঁথার মাজরা গ্রামে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার সকালে ডেপুটি পুলিশ সুপার অতুল প্যাটেল বলেন, গত রাত সাড়ে ১০টা নাগাদ মাজরা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়া ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। প্রায় ১১০ থেকে ১২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় ২০টিরও বেশি দুই চাকার গাড়ি, ১০টিরও বেশি চার চাকার গাড়ি এবং কিছু বাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত প্রায় ১০ জন আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা