ব্রহ্মোস শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, ভারতের ক্রমবর্ধমান দেশীয় সক্ষমতার প্রতীক : রাজনাথ সিং
লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): দেশের আত্মনির্ভরতার ক্ষেত্রে আরও একটি মাইলফলক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার লখনউয়ের ব্রাহ্মোস অ্যারোস্পেস নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন। পতাকা নেড়ে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্য
রাজনাথ সিং


লখনউ, ১৮ অক্টোবর (হি.স.): দেশের আত্মনির্ভরতার ক্ষেত্রে আরও একটি মাইলফলক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার লখনউয়ের ব্রাহ্মোস অ্যারোস্পেস নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন। পতাকা নেড়ে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ব্রাহ্মোস অ্যারোস্পেস চত্বরে এদিন বৃক্ষরোপণও করেন রাজনাথ সিং। এছাড়াও এসইউ-৩০-র মাধ্যমে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, ব্রহ্মোস শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, বরং ভারতের ক্রমবর্ধমান দেশীয় ক্ষমতার প্রতীক। গতি, নির্ভুলতা এবং শক্তির এই সমন্বয় ব্রহ্মোসকে বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি করে তোলে। ব্রহ্মোস ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠেছে।

অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধে এদিন তোপ দাগেন রাজনাথ সিং। তিনি বলেন, অপারেশন সিঁদুরে যা ঘটেছিল তা শুধুমাত্র ট্রেলার ছিল। কিন্তু সেই ট্রেলার পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে, ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে তারা আর কী করতে পারে সে সম্পর্কে আমার আর কিছু বলার দরকার নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande