সান্তিয়াগো, ১৬ অক্টোবর (হি.স.): সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ফুটবল দল। কোচ দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা রোমাঞ্চকর এক সেমিফাইনালে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। এই জয় ১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে গেল। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে প্লাসেন্তের পরিবর্তনেই আর্জেন্টিনার সাফল্য আসে। ৭১ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির কাছ থেকে দারুণ এক পেয়ে নিখুঁতভাবে গোল করেন বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি।আগামী শনিবারের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে মরক্কোর, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছে। ছয় ম্যাচের সব ম্যাচগুলিতেই জয় পাওয়া আর্জেন্টিনা এখন স্বপ্ন দেখছে সপ্তম বিশ্বকাপ শিরোপার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি