ইটানগর, ১৬ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার অন্তর্গত ইন্দো-মায়নামার সীমান্তে হেডম্যানে আসাম রাইফেলস-এর কোম্পানি অপারেটিং বেস-এর ওপর হামলা করেছে সন্দেহভাজন এনএসসিএন-কেওয়াই (এ) গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিক খবরে প্রকাশ, এ ঘটনায় দুই জওয়ান ঘায়েল হয়েছেন। ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাত ২.৩০ থেকে ৩.০০টার মধ্যে সংঘটিত হয়েছে। বিস্তারিত খবরের অপেক্ষায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস