।। রাজীব দে ।।
ঢাকা, ২০ অক্টোবর (হি.স.) : রাজধানীর বনানীতে প্রতি বছরের মতো এ বছরও আজ সোমবার সনাতনীদের উদ্যোগে উদযাপিত হয়েছে শ্যামা মায়ের পূজা। এদিন সকাল থেকে শ্যামাপূজায় অংশগ্রহণ করতে সনাতনীরা সমবেত হয়েছেন বনানীর পূজামণ্ডপে।
আজ সন্ধায় গুলশান-বনানীর পূজা অফিসে অসংখ্য ভক্ত মা কালীর আরাধনা করতে মায়ের জন্য মিষ্টি সহ ফলমূল ইত্যাদি নিয়ে আসেন মায়ের পূজা দিতে। মা কালীর কাছে পুরুষ এবং মহিলা ভক্তরা তাঁদের মনবাসনা পূর্ণ করার জন্য দেশ ও জাতীর সবার মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
শ্যামাপূজায় সন্ধ্যায় সবার জন্য মাকে নিবেদিত লাড়ু, মোয়া, সন্দেশ, মিষ্টি, পায়েস এবং খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় আগত ভক্তদের জন্য। রাত ১২টার আগে মা কালীর পূজা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে কাঁলাচাদ কর্মকার পূজায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন এবং তাঁকে তবলায় সংগত করেন অনুপম রায়।
বনানী কালীপূজার মণ্ডপে অন্য বহুজনের সঙ্গে উপস্হিত ছিলেন গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন-এর সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক অসীমকুমার জোয়াদ্দার, রঞ্জন কর্মকার, চৈতন্যকুমার দে চয়ন, তপনকুমার সাহা, রতনকুমার সাহা, বিপুলকান্তি দাস, অবসরপ্রাপ্ত মেজর আশিসকুমার মজুমদার, বনমালী মণ্ডল, বিনয়কুমার রায়, ডা. বিদ্যুৎ কুমার সাহা, নিখিলরঞ্জন সাহা, চন্দন বিশ্বাস, দেবাশিস রায়, কার্তিক কর্মকার, মহিলা কমিটির সদস্য সোমা সাহা, জয়ন্তী দত্ত, শিপ্রা দে, পূর্ণিমা বিশাখা, রাজশ্রী মজুমদার, অনিতা দাস এবং পূজা কমিটির নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস