প্যারিস, ১৯ অক্টোবর (হি.স.): ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে চুরি। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মিউজিয়াম। চুরির খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ সকালে ল্যুভর মিউজিয়াম খোলার সময়ে চুরির ঘটনা নজরে আসে।’ তবে কী চুরি হয়েছে, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, লুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গয়না চুরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা