তুরস্ক ও কাতারের মধ্যস্থতা, পাক ও আফগানের মধ্যে সংঘর্ষবিরতি
দোহা, ১৯ অক্টোবর (হি.স.): গত শুক্রবার রাতে পশ্চিম আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের তিন জায়গায় বোমাবর্ষণ করে পাকিস্তান। হামলায় দুই শিশু সহ ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। ভা
তুরস্ক ও কাতারের মধ্যস্থতা, পাক ও আফগানের মধ্যে সংঘর্ষবিরতি


দোহা, ১৯ অক্টোবর (হি.স.): গত শুক্রবার রাতে পশ্চিম আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের তিন জায়গায় বোমাবর্ষণ করে পাকিস্তান। হামলায় দুই শিশু সহ ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। ভারতও এই হামলার নিন্দা জানিয়েছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আগেই এগিয়ে এসেছে কাতার ও তুরস্ক। দোহায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি বৈঠক ডাকে কাতার ও তুরস্ক।

শনিবার গভীর রাত পর্যন্ত চলে সেই বৈঠক। যাতে আফগানিস্তান ও পাকিস্তান এই দুই দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে রাজি হয়। রবিবার সকালে তেমনটাই জানিয়েছে কাতার। এই বিষয়ে কাতারের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। তার মধ্যস্থতা করেছে কাতার আর তুরস্ক। সমঝোতার আলোচনার সময়ে দুই পক্ষই অবিলম্বে সংঘর্ষবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপে রাজি হয়েছে। আগামী দিনে এই সংঘর্ষবিরতিকে স্থায়ী করতে তারা আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande