নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): দীপাবলির শুভেচ্ছা জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন সিপি রাধাকৃষ্ণন।
রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এই বিষয়ে জানানো হয়েছে| সোমবার উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। দু'জনের সাক্ষাতের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ