পাটনা, ২০ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নতুন ৬ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করলো কংগ্রেস। আগে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী,বাল্মীকিনগর থেকে সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা, আরারিয়া আসন থেকে আবিদুর রহমান, আমৌর থেকে জালিল মস্তান, বড়ারী থেকে তাকির আলম, কাহলগাঁও থেকে প্রবীন সিং কুশওয়াহা এবং সিকন্দরা (তফসিলি জাতি) আসন থেকে বিনোদ চৌধুরী প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দ্বিতীয় দফার ভোট ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য