করাচি, ২১ অক্টোবর (হি.স.): পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার পেসার শাহিন শাহ আফ্রিদিকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন। তিনি মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হবেন, যিনি গত বছরের ২৭ অক্টোবর ওয়ানডে দলের অধিনায়ক নিযুক্ত হয়েছিলেন।
অধিনায়ক হিসেবে প্রথম দিকে রিজওয়ান দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েতে সিরিজ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন, তবে সাম্প্রতিক ব্যর্থতা, যার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির বিপর্যয়–র অভিযানও ছিল, পিসিবির জন্য রিজওয়ানকে বরখাস্ত করার জন্য যথেষ্ট নির্ণায়ক কারণ।
এর আগে, শাহিন শেষবার ২০২৪ সালের গোড়ার দিকে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের হোম সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন যা ২-২ সমতায় শেষ হয়েছিল।
বাঁ-হাতি এই পেসার পাকিস্তানের হয়ে ৬৬টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, ২৪.২৮ গড়ে ১৩১টি উইকেট নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি