লিসবন, ২১ অক্টোবর (হি.স.): প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনাল্ডো বড় ছেলে তুরস্কের বিপক্ষে একটি টুর্নামেন্টের জন্য দলে ডাকা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়রকে (ক্রিস্টিয়ানিনহো) ২২জন খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে, যারা আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতালিয়ায় অনুষ্ঠিতব্য ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের প্রতিনিধিত্ব করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি