কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): নভি মুম্বইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার সোমবারের ম্যাচটি ছিল দুই দলের কাছে বাঁচা-মরার লড়াই। সেখানে লঙ্কানদের হারানোর সুযোগ পেয়েও হারাতে পারল না বাংলাদেশ। শেষের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় পেল ৭ রানে পরাজয়ের স্বাদ।
শেষ ওভারে চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে ২০৩ রানের লক্ষ্যে ১৯৫ রানে থেমে যায় বাংলাদেশ। এই জয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার কাছে হেরে উইমেন’স বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি