পাটনা, ২২ অক্টোবর (হি.স.): বিহারে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য বড় ঘোষণা আরজেডি নেতা তেজস্বী যাদবের। ‘মহাগঠবন্ধন’ সরকার এলে ‘জীবিকা দিদি’দের স্থায়ীকরণ এবং মাসিক ৩০ হাজার টাকা বেতন করা হবে বলে ঘোষণা তেজস্বীর। বুধবার একটি সাংবাদিক বৈঠক করে তেজস্বী বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। এখন প্রচারের সময় এসেছে। এ বার বিহারের মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন।
তেজস্বী আরও বলেন, বিহারের মানুষ বর্তমান ডবল-ইঞ্জিন সরকারের উপর বিরক্ত। ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে দুর্নীতি ও অপরাধ বেড়েছে। তেজস্বী যাদব ঘোষণা করেন, দ্বিতীয় বড় ঘোষণাটি চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে। রাজ্যে কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা হবে। আমরা তাঁদের স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার জন্য কাজ করব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা