জার্মানির সঙ্গে অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের অংশীদারিত্বকে শক্তিশালী করতে বার্লিন সফর পীযূষ গোয়েলের
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ২৩ অক্টোবর থেকে বার্লিন সফর শুরু করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভারত – জার্মানি কৌশলগত অংশীদারিত্বের ২৫
পীযূষ গোয়েল


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ২৩ অক্টোবর থেকে বার্লিন সফর শুরু করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, ভারত – জার্মানি কৌশলগত অংশীদারিত্বের ২৫-তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই সফরে দু‘দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বর নিরিখে এই সফর খুবই প্রাসঙ্গিক। সফরকালে শ্রী গোয়েল জার্মানির উচ্চ পদস্থ সরকারি আধিকারিক, শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি, জার্মানির অর্থনীতি বিষয়ক ও জ্বালানি মন্ত্রী শ্রীমতী কাথেরিনা রাইশে এবং আর্থিক ও বৈদেশিক নীতি উপদেষ্টা ডঃ লেভিন হোলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, মন্ত্রী জার্মানির উপ-প্রধানমন্ত্রী শ্রী হ্যাভিয়ার বেটেলের সঙ্গেও গুরুত্বপূর্ণ একটি বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দুটি দেশের ব্যবসা-বাণিজ্য ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করবেন।

জার্মানির জি-৭ এবং জি-২০ গোষ্ঠীর শেরপা হিসেবেও ডঃ লেভিন হোলে দায়িত্ব পালন করছেন। ডঃ হোলের সঙ্গে বৈঠকে দুটি দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা হবে। বার্লিন সফরকালে তৃতীয় বার্লিন গ্লোবাল ডায়ালগে শ্রী গোয়েল অংশগ্রহণ করবেন। বিশ্ব অর্থনীতির সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাণিজ্য মহল ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা এই ডায়ালগে অংশ নেবেন। এই আলোচনাচক্রের একটি অধিবেশনে ‘লিডার্স ডায়ালগ : গ্রোয়িং টুগেদার – ট্রেড অ্যান্ড অ্যালায়েন্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড’ –এ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। এছাড়াও, তিনি মার্সেডিজ বেঞ্জ গ্রুপ, ইনফাইনিয়ন টেকনোলজিস, হেরেনক্নেশ্ট-সহ বেশ কয়েকটি কোম্পানীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন। এছাড়াও, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি, যা উদ্ভাবন, উন্নতমানের সামগ্রী উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়কের ভূমিকা নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande