দিল্লিতে ছটপুজোর প্রস্তুতি তুঙ্গে, পূর্বতন সরকারকে তোপ রেখা গুপ্তার
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ছটপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। যাবতীয় প্রস্তুতি নিয়ে বুধবার এক সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাশাপাশি দুষলেন পূর্বতন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে। বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, বহ
রেখা গুপ্তা


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ছটপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। যাবতীয় প্রস্তুতি নিয়ে বুধবার এক সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পাশাপাশি দুষলেন পূর্বতন অরবিন্দ কেজরিওয়াল সরকারকে। বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, বহু বছর ধরে পূর্বতন সরকার যমুনা নদীতে ছট পুজো নিষিদ্ধ করেছিল। সরকার পুজোর আয়োজন করছিল না। এবার, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছি এবং আমরা সমস্ত ব্যবস্থা করছি। যমুনা নদীর তীরে ১৭টি স্থানে সরকার মডেল ছট ঘাট তৈরি করছে। এই বছর, শহরের মধ্যে ছট পুজোর স্থানের সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, গত বছর, ছট অনুষ্ঠান মাত্র ৯২৯টি স্থানে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত, ছট পুজো উদযাপনের জন্য কমিটিগুলির কাছ থেকে আমরা ১০০০টিরও বেশি আবেদন পেয়েছি। যমুনা নদীর উপর আমরা যে ১৭টি ঘাট তৈরি করব তা ছাড়াও, সরকার এই ১,০০০টি ঘাটের জন্য, অথবা নির্ধারিত সময়ের মধ্যে যে কোনও ঘাটে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করবে। এর মধ্যে রয়েছে তাঁবু, বিদ্যুৎ, স্যানিটেশন এবং শৌচাগার। প্রতিটি জেলা এবং উপ-জেলায় কমপক্ষে একটি মডেল ছট ঘাট তৈরি করা হবে। ছট ভক্তদের জন্য দিল্লি জুড়ে বিশাল স্বাগত দ্বার তৈরি করা হবে। তাঁদের ফুল দিয়ে স্বাগত জানানো হবে। সামগ্রিক ধর্মীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজপুরি এবং মৈথিলী ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande