বুধবার থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দু’দিনের সম্মেলন
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি শেষ পর্যায়ে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে।
নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি শেষ পর্যায়ে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে। জানা গেছে, এই সম্মেলনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কমিশন জানিয়েছে, ওই বৈঠক হবে বুধবার এবং বৃহস্পতিবার। দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ওই বৈঠকে সব মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

কমিশনের কর্মকর্তাদের মতে, আসন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর এবং স্বচ্ছ করার ব্যবস্থাগুলি এই সম্মেলনে আলোচনা করা হবে। নির্বাচনী আধিকারিকদের তাঁদের নিজ নিজ রাজ্যের অভিজ্ঞতা ভাগ করে নিতেও বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারে বিশেষ নিবিড় সংশোধন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এটি দেশব্যাপী বাস্তবায়ন করবে। কমিশন এও জানিয়েছে যে, প্রক্রিয়াটি শুরুও হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande