ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, জারি হলুদ সতর্কতা
চেন্নাই, ২২ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। মুষলধারে একনাগাড়ে বৃষ্টির জেরে তামিকনাড়ুর পুডুকোটটাইয়ে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হয়েছে পুদুচেরিতেও। এই দুর্যোগের জেরে পুদুচেরি ও করাইকালে বুধবার সমস্ত সরকারি ও বেসর
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, জারি হলুদ সতর্কতা


চেন্নাই, ২২ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। মুষলধারে একনাগাড়ে বৃষ্টির জেরে তামিকনাড়ুর পুডুকোটটাইয়ে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হয়েছে পুদুচেরিতেও। এই দুর্যোগের জেরে পুদুচেরি ও করাইকালে বুধবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়।

তামিকনাড়ুর তুতিকোরিনেও হয়েছে ভারী বৃষ্টিপাত। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা জলমগ্ন। গত রাতে চেন্নাইয়ের চুলাইমেদু এলাকায় প্রবল বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে। প্রবল বৃষ্টির জেরে বুধবার চেন্নাই, চেঙ্গলপেট, তিরুভাল্লুর, ভিলুপুরম, কাল্লাকুরিচি, কুদ্দালোর, থাঞ্জাভুর, তিরুভারুর এবং মায়িলাদুথুরাইয়ের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরিতে জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande