থানেতে পোশাকের গুদামে ভয়াবহ আগুন, বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা!
থানে, ২২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের থানে-তে ভয়াবহ আগুন লাগল একটি পোশাকের গুদামে। বুধবার ভোরে ওই গুদামে আগুন লাগে, প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গুদামে থাকা প্রায় সবকিছু পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে
থানেতে পোশাকের গুদামে ভয়াবহ আগুন, বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা!


থানে, ২২ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের থানে-তে ভয়াবহ আগুন লাগল একটি পোশাকের গুদামে। বুধবার ভোরে ওই গুদামে আগুন লাগে, প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গুদামে থাকা প্রায় সবকিছু পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, গুদামে থাকা সবকিছু ভস্মীভূত হয়ে গিয়েছে।

দমকল আধিকারিক জগদীশ গণেশ দারেকর বলেন, আমরা ভোর ৪:৩০ মিনিটে এখানে একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে ও কুলিং প্রক্রিয়া চলছে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande