ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হলেন অলিম্পিক জয়ী নীরজ চোপড়া
নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): অলিম্পিক পদকজয়ী ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ‍বুধবার ভূষিত করা হয়েছে । এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। অ
ভারতীয় সেনার সম্মানীয় পদে অলিম্পিক জয়ী নীরজ


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): অলিম্পিক পদকজয়ী ভারতের সোনার ছেলে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ‍বুধবার ভূষিত করা হয়েছে । এই বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠানটি হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নীরজের প্রশংসা করে বলেন, “নীরজ চোপড়া কেবল একজন ক্রীড়াবিদ নন, তিনি আমাদের দেশের যুবশক্তির প্রতীক। তাঁর কঠোর পরিশ্রম এবং দেশের জন্য গর্ব আনার প্রচেষ্টা আমাদের সেনাবাহিনীর মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও বলেন, “নীরজের মতো ব্যক্তিত্ব আমাদের সেনাবাহিনীর কাছে গর্বের। তাঁর শৃঙ্খলা এবং লক্ষ্য অর্জনের দৃঢ়তা আমাদের সৈনিকদের মতোই।”

উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতে ভারতের জন্য ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande