তিরুবনন্তপুরম, ২২ অক্টোবর (হি.স.): কেরল সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার শবরীমালা মন্দির দর্শন করেন, পুজো দেন। পাশাপাশি মন্দিরে আরতিও করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মুর্মু মঙ্গলবার সন্ধ্যাতেই কেরলের রাজধানী তিরুবনন্তপুরম পৌঁছন। বৃহস্পতিবার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের মূর্তি উন্মোচন করবেন তিনি। পরে শিবগিরি মঠও পরিদর্শন করবেন। সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। ২৪ অক্টোবর এর্নাকুলামে সেন্ট টেরেসা কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা