নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): আরজেডি নেতা তেজস্বী যাদবের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। তাঁর কথায়, বিহারের জনগণের সঙ্গে রসিকতা করছেন তেজস্বী যাদব। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তেজস্বীকে কটাক্ষ করে সুধাংশু বলেন, তেজস্বীজির বিহারের জনগণের সঙ্গে রসিকতা বন্ধ করা উচিত। বিহারে নীতীশ কুমারের সরকার ক্ষমতায় আসার পর থেকে, রাজ্যে নারীর ক্ষমতায়নের জন্য অনেক প্রকল্প চালু রয়েছে।
সুধাংশু আরও বলেন, হর ঘর শৌচালয় থেকে শুরু করে বেটি বাঁচাও, বেটি পড়াও, মুদ্রা যোজনা, লাখপতি দিদি এবং ড্রোন দিদি পর্যন্ত সরকারি প্রকল্পগুলি আমাদের ১০ বছরের চিন্তাভাবনার প্রমাণ। নারীর ক্ষমতায়নের জন্য, এনডিএ এবং নীতীশ জির একটি পদ্ধতিগত, ধারাবাহিক এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রয়েছে। তেজস্বীজি বলেছিলেন, তিনি ১০ লক্ষ চাকরি দেবেন, কিন্তু এর আসল অর্থ হল তারা ১০ লক্ষ টাকায় চাকরি দেবেন। এর অর্থ এখন তারা চাকরির বিনিময়ে বাড়ি এবং সম্পত্তি নেবে, যেমন আগে তারা চাকরির বিনিময়ে জমি নিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা