
রায়পুর, ২৬ অক্টোবর (হি.স.): ধীরে ধীরে নকশাল-মুক্ত হচ্ছে ছত্তিশগড়। রবিবার একসঙ্গে ২১ জন মাওবাদী অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, কেশকাল ডিভিশনের (উত্তর সাব জোনাল ব্যুরো) কুয়েমারি/কিসকোডো এরিয়া কমিটির (উত্তর সাব জোনাল ব্যুরো) মোট ২১ জন মাওবাদী ১৮টি অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছে। এই নকশালরা সমাজের মূলস্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর ২১ জনের মধ্যে ডিভিশন কমিটির সম্পাদক মুকেশও রয়েছে।
২১ জন মাওবাদী ক্যাডারের মধ্যে ৪ জন ডিভিসিএম, ৯ জন এসিএম এবং ৮ জন পার্টি সদস্য মূলধারায় যোগদান করেছে। ১৩ জন মহিলা ক্যাডার এবং ৮ জন পুরুষ ক্যাডার রয়েছে। ৩টি একে ৪৭ রাইফেল, ৪টি এসএলআর রাইফেল, ২টি ইনসাস রাইফেল, ৬টি .৩০৩ রাইফেল, ২টি সিঙ্গেল শট রাইফেল এবং ১টি বিজিএল অস্ত্রও ক্যাডাররা পুলিশের হাতে তুলে দিয়েছে।
উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, রবিবার ২১ জন নকশাল - ১৩ জন মহিলা এবং ৮ জন পুরুষ - আত্মসমর্পণ করেছে। ৪ জন সদস্য ডিভিসিএম স্তরের, ৯ জন সদস্য এসিএম স্তরের এবং বাকিরা দলীয় সদস্য। ১৮টি অস্ত্র, যার মধ্যে ৩টি একে-৪৭, ২টি ইনসাস, ৪টি এসএলআর-সহ অন্যান্য অস্ত্র রয়েছে। বস্তারের মানুষ লাল সন্ত্রাস থেকে মুক্তি পেতে চায় এবং এই লোকজন বস্তারের মানুষের মেজাজ বুঝতে পেরেছে। তাদের লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানো হবে। উত্তর বস্তার এবং পশ্চিম বস্তার প্রায় শান্ত হয়ে গেছে। দক্ষিণ বস্তারে যারা সক্রিয়, আমি তাদের মূলধারায় ফিরে আসার এবং বস্তারের মানুষের অনুভূতি বোঝার জন্য অনুরোধ করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা