
হায়দরাবাদ, ২৬ অক্টোবর (হি.স.): মত্ত চালকেরা আদতে 'সন্ত্রাসবাদী'। হায়দরাবাদ পুলিশ তাদের প্রতি কোনও দয়া দেখাবে না। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু প্রসঙ্গে রবিবার এমনই মন্তব্য করলেন শহরের পুলিশ কমিশনার ভিসি সজ্জানগর। নিজের এক্স হ্যান্ডলে পুলিশ কমিশনার লিখেছেন, মত্ত চালকেরা প্রত্যেকে সন্ত্রাসবাসী। তাদের কার্যকলাপ সন্ত্রাসের চেয়ে কম কিছু না। কুর্নুলের ঘটনা আদতে দুর্ঘটনা না। এটার জন্য দায়ী মত্ত চালকের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।
উল্লেখ্য, শুক্রবার কুর্নুলের চিন্নাকুট গ্রামের কাছে একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় একটি যাত্রিবাহী বাসে। বাইকটি বাসের তেলের ট্যাঙ্কে ধাক্কা মারায় আগুন লেগে বিস্ফোরণ হয়। তাতে বাসে থাকা ১৯ জন যাত্রী এবং বাইকচালক পুড়ে মারা যান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ