
ইদুক্কি, ২৬ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টির জেরে কেরলের ইদুক্কি জেলায় ভূমিধস নেমেছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার রাতে ভারী বৃষ্টির পর ইদুক্কি জেলায় কুম্বানপাড়া জাতীয় সড়কে ভূমিধস নামে। এতে এক দম্পতি কংক্রিটের স্ল্যাবের নীচে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল কর্মীরা সেখানে আসেন। তাঁদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। বিপর্যয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
পালাক্কড়, ইদুক্কি, ত্রিশুর এবং তিরুবনন্তপুরমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। সেই কারণে ভূমিধসের আশঙ্কায় ইদুক্কি জেলা প্রশাসন দু’দিন আগে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছিল। জেলার আদিমালি গ্রামের বাসিন্দা ওই দম্পতি অন্যত্র চলেও গিয়েছিলেন। তবে শনিবার রাতে তাঁরা কিছু নথিপত্র নিতে ফিরে এসেছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা