রঞ্জি ট্রফি - বাংলার ২৭৯ রানের জবাবে ইডেনে গুজরাটের প্রথম ইনিংসে ১০৭/৭
কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় দ্বিতীয় দিনের শেষে রবিবার ইডেন গার্ডেন্সে গুজরাটের প্রথম ইনিংসে দলগত স্কোর - ৭ উইকেটে ১০৭ রান। এর ফলে গুজরাট বাংলা দলের চেয়ে ১৭২ রানে পিছিয়ে রয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিন
ইডেন গার্ডেন্সে বাংলার খেলোয়াড়রা উৎসাহিত


কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় দ্বিতীয় দিনের শেষে রবিবার ইডেন গার্ডেন্সে গুজরাটের প্রথম ইনিংসে দলগত স্কোর - ৭ উইকেটে ১০৭ রান। এর ফলে গুজরাট বাংলা দলের চেয়ে ১৭২ রানে পিছিয়ে রয়েছে।

রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন দর্শকদের ভিড় ছিল বেশি। বাংলার বোলিংয়ের দাপটেই নাজেহাল গুজরাট। উইকেট শিকারের তালিকায় রয়েছে তিনজন। তবে সেরা স্পিনার শাহবাজ আহমেদ। তাঁর এদিন বোলিং গড় - ১১. ৩ ওভারে - ৩টি মেডেন ওভার - ১৭ রান দিয়ে ৪ টি উইকেট। আকাশদীপ - ১ এবং মহম্মদ শামি - ২টি উইকেট তুলে নেয়। উল্লেখ্য, বাংলার ২৭৯ রানের জবাবে গুজরাটের ১০৭ রান। উল্লেখ্য, মধ্যাহ্নভোজের আগে বাংলা দলের ইনিংসে শেষ হতেই নামে গুজরাট। দু - পক্ষের মিলিয়ে ১০টি উইকেট এদিন পতন হয়েছে ইডেন গার্ডেন্সে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande