
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.): অনূর্ধ্ব - ১৯ পুরুষ ক্রিকেটে ভিনু মানকঁড় ট্রফির খেলায় বাংলার ১৪১ রানে পরাজয় হল। জিতল পাঞ্জাব এবং ফাইনালে (ভি জে ডি পদ্ধতি) পৌঁছেছে। প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলা দলের হার। এদিন ৪৫ ওভারে পাঞ্জাবের সংগ্রহ ৯ উইকেটে - ২২৯ রান। দলের পক্ষে বিহান ৭৯ বল খেলে - ৬১ রান ও রাহুল কুমার - ৫৮ টি বল খেলে ৪৯ রান করেছে। বাংলার রোহিত ৩৭ রানে তিনটি ও অগস্ত্যা শুক্লা ৫২ রানে তিনটি উইকেট তুলেছে। এর জবাবে খেলতে নেমে বাংলা দল ৪৫ ওভারে ২৩১ রানের লক্ষ্যমাত্রা ধরেই ঝাঁপ দেয়। এ যাত্রায় তা শেষ রক্ষা হল না। বাংলা দলের সকলেই ১২৬ রানে তাদের ইনিংস শেষ করেছে। উল্লেখ্য, বাংলার অভিপ্রাই বিশ্বাস ৫৫ বলে ৩৯ রান সর্বাধিক। সেইসঙ্গে সায়ন পাল ৩৫ বলে ২৪ রান করেছে। পাঞ্জাবের বোলার আনমোলজীৎ ৩৩ রানে ৫ টি উইকেট তুলে নিয়েছে।এছাড়াও রাজবীর জয়সোয়াল ২০ রান দিয়ে একজোড়া উইকেট নেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত