থানে নগরনিগমের নজরদারিতে নিরাপদ দীপাবলি, বড় দুর্ঘটনা এড়ানো গেল
মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবের আনন্দের মাঝেও থানে নগর নিগমের বিপর্যয় মোকাবিলা দফতর ছিল তৎপর। ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে মোট ৪২টি অভিযোগের পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার নগরনিগমের সূত্রে জানা গেছে, পাঁচ দিনে অগ্নিকাণ্ডের ২৫টি, গাছ ভেঙে পড
থানে নগরনিগমের নজরদারিতে নিরাপদ দীপাবলি, বড় দুর্ঘটনা এড়ানো গেল


মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.) : দীপাবলি উৎসবের আনন্দের মাঝেও থানে নগর নিগমের বিপর্যয় মোকাবিলা দফতর ছিল তৎপর। ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে মোট ৪২টি অভিযোগের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার নগরনিগমের সূত্রে জানা গেছে, পাঁচ দিনে অগ্নিকাণ্ডের ২৫টি, গাছ ভেঙে পড়া বা ডালপালা ভাঙার ৭টি, সিএনজি গ্যাস লিকের ১টি, পাইপলাইন ফেটে যাওয়া ও শেড ধসের ১টি করে এবং অন্যান্য ৭টি অভিযোগ পাওয়া যায়। ২৩ অক্টোবর একদিনেই ১০টির বেশি অগ্নিকাণ্ড ঘটে, তবে সময়মতো দমকল ও বিপর্যয় দফতরের পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সবচেয়ে বড় আগুন লাগে ২০ অক্টোবর রাতে ভাগলে এস্টেটের আদর্শ অটো পার্টস গ্যারেজে। এছাড়া ধোকলির ৩৫ তলা ভবন ও বালকুম এলাকায়ও অগ্নিকাণ্ড ঘটে, কিন্তু দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দীপাবলিতে আতসবাজি, বিদ্যুৎবাতি ও গ্যাস ব্যবহারের ঝুঁকি মাথায় রেখে প্রশাসন আগেই প্রস্তুত ছিল। এদিন থানে বিপর্যয় ব্যবস্থাপনার এক আধিকারিক বলেন, “নাগরিকেরা উৎসব উপভোগ করলেও আমরা দিনরাত ডিউটিতে ছিলাম, নিরাপদ দীপাবলি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande