
কমলপুর (ত্রিপুরা), ২৬ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার কমলপুরে ফের পুলিশ আধিকারিকের উপর হামলার অভিযোগ। এবার এসডিপি-এর গাড়ি ভাঙচুর করা হয় সালেমা থানার মহারানী এলাকায়। রিয়াজ দেববর্মাকে আটক করার পর এই ঘটনা। পরে পুলিশ রত্নদ্বীপ রুদ্রপাল নামে আরেকজনকে আটক করেছে।
প্রসঙ্গত, ধলাই জেলার কমলপুর মহকুমার শান্তিরবাজার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে সিভিল সোসাইটির ডাকা বনধকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিকালের দিকে বনধ সমর্থকেরা বাজার এলাকায় ঢুকে একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে এবং মুহূর্তে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।
হামলার সময় একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইট-বৃষ্টিতে আহত হন কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা, সালেমার বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা, ব্যবসায়ী সুব্রত পাল। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
ওই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করে। জেলা পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ টহল চলছে। ঘটনায় পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে পুলিশ রবিবার একজনকে আটক করার পরপরই এসডিপিও-এর গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ আরও একজনকে আটক করেছে। ঘটনায় কমলপুর মহকুমায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ