
বাঁকুড়া, ২৭ অক্টোবর (হি.স.): হীড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে সরকারি প্রকল্পের অংশ হিসেবে উচ্চ বাতি স্তম্ভ লাগানোর সময় ক্রেন উল্টে দু’জন কিশোর নিহত হন। মিলন কালিন্দী (১৬) ও রাজদীপ চক্রবর্তী (১৬) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন, যার মধ্যে রয়েছে এক শিশু। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নিরাপত্তার কোনও ব্যবস্থা ছাড়াই ঠিকাদার এই কাজ করছিল। আহতদের পরিবার ও স্থানীয়রা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, ক্রেন চালক ও মালিকের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই দাবিকে সমর্থন জানিয়েছে স্থানীয় বিজেপি।
দুর্ঘটনার প্রতিবাদে বাঁকুড়া-খাতড়া ভায়া ইন্দপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। সকাল ১১ টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর ২.৩০ টার দিকে শেষ হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট