
সোনিপত, ২৭ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। আহত আরও ২ জন । ঘটনাটি ঘটেছে ,সোমবার সকালে সোনিপতের একটি কারখানার বাইরে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , আগ্রার উঁচা গ্রামের রাজেন্দ্র সিংহ(২৬), দুই সহকারী ভূপেশ কুমার ও যোগেশ কুমারকে সঙ্গে নিয়ে হায়দরাবাদ থেকে পণ্য নিয়ে কারখানায় পৌঁছান। পণ্যগুলি নামানোর পর ট্রাক পার্ক করা হলে ঝুলন্ত তার ট্রাকের সঙ্গে সংযোগ হয় এবং রাজেন্দ্র সিংহ ঘটনাস্থলেই মারা যান, দুই সহকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক রাজেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন