আউরাইয়াতে কালভার্টে বাইকের ধাক্কা, মৃত এক যুবক
আউরাইয়া, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়াতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ,রবিবার রাতে দিবিয়াপুর থানা এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মোহিত (২৩) ,তিনি কানপুর দেহাতের মঙ্গলপুর থানা এলাকার মুরা
আউরাইয়াতে কালভার্টে বাইকের ধাক্কা, মৃত এক যুবক


আউরাইয়া, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়াতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ,রবিবার রাতে দিবিয়াপুর থানা এলাকায়।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মোহিত (২৩) ,তিনি কানপুর দেহাতের মঙ্গলপুর থানা এলাকার মুরা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে খড়কপুর-জালালপুর তার বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খায়। ঘটনায় তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।গ্রামবাসীরা জানিয়েছেন যে কালভার্টের কাছে রাস্তায় অন্ধকার এবং গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে কালভার্টের কাছে আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande