
বাহরাইচ, ২৭ অক্টোবর (হি.স.): বাঘের আক্রমণে মৃত্যু হল এক যুবকের। উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কাটারনিয়াঘাট বনাঞ্চলের সুজাউলি রেঞ্জের ঘটনা।
সোমবার পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই যুবককে। পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দু’দিন আগে ওই একই এলাকায় বাঘের হামলায় আহত হয়েছিলেন এক মহিলা। এলাকায় পর পর বাঘের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাঘটিকে এখনও ধরা যায়নি বলেই জানাচ্ছেন বন দফতরের কর্তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ