
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : ইডেন গার্ডেন্সে ধীরে ধীরে গুজরাট'কে চেপে ধরছে বাংলা দল। রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের খেলায় এদিন মধ্যাহ্নে বেশ রীতিমতো চাপে পড়ে গিয়েছে বাংলার কাছে গুজরাট। ওই মুহূর্তে বাংলা দলের দলগত স্কোর - বিনা উইকেটে ১১রান। মাত্র ৪ ওভারেই খেলা গড়িয়েছে। ক্রিজে রয়েছে দুই ওপেনার। সোমবার দুপুরে এরপর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলা ১১২ রানে এগিয়ে রয়েছে।এরপর তা ১২৩ রানের ব্যবধানে ফারাক তৈরি হয়েছে। ওই রানের ব্যবধান আরও বাড়িয়ে নিতে দৃঢ় প্রতীজ্ঞ। বাংলা সুদীপ চ্যাটার্জির ফিল্ডিং করতে গিয়ে চোট থাকায় পরিবর্তে কাজী জুনায়েদ সইফি ব্যাটিং করতে নামার কথা। তবে এদিন প্রথমে বাংলা দল রানের মধ্যেই বেঁধে তিন পয়েন্ট সুনিশ্চিত করতে চায়। এরপর ফলোআন করে সাত পয়েন্ট নিতে চাইলেও অধরা স্বপ্ন। যদিও জয়ের জন্যে লড়াইয়ের ময়দানে বাংলা দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত