মুখ্যমন্ত্রীর হাতে শুভারম্ভ ‘নিযুত মইনা ২.০’, ২০২৫-২৬ অৰ্থবৰ্ষে উপকৃত হবেন অসমের ৩,৫০,২৬৫ জন ছাত্ৰী
গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার হাতে শুভারম্ভ হয়েছে ‘নিযুত মইনা প্রকল্প ২.০’। এর ফলে ২০২৫-২৬ অৰ্থবৰ্ষে উপকৃত হবেন অসমের ৩,৫০,২৬৫ জন ছাত্ৰী। নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার গুয়াহাটির সরুসজাইয়ে অৰ্জুন ভোগেশ্বর বরুয়
মুখ্যমন্ত্ৰীর হাতে শুভারম্ভ নিযুত মইনা প্রকল্প ২.০


নিযুত মইনা প্রকল্প ২.০-এর সুবিধাভোগিণীগণ


গুয়াহাটি, ২৭ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার হাতে শুভারম্ভ হয়েছে ‘নিযুত মইনা প্রকল্প ২.০’। এর ফলে ২০২৫-২৬ অৰ্থবৰ্ষে উপকৃত হবেন অসমের ৩,৫০,২৬৫ জন ছাত্ৰী।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ সোমবার গুয়াহাটির সরুসজাইয়ে অৰ্জুন ভোগেশ্বর বরুয়া ক্ৰীড়া প্ৰকল্পে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে অসংখ্য ছাত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা শুভারম্ভ করেছেন ‘নিযুত মইনা প্রকল্প’-এর দ্বিতীয় সংস্করণ। কয়েকজন ছাত্ৰীর হাতে এই প্রকল্পের অধীনে বরাদ্দকৃত টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ উপলক্ষ্যে আয়োজিত ছাত্রী ও অভিভাবক সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘মূলত বাল্যবিবাহ রোধ করতে সরকার এই অভিলাষী প্রকল্পের প্রচলন করেছে। নিযুত মইনা প্রকল্প ১.০ চালু হওয়ার পর (প্ৰথম বছর) কোনও ছাত্ৰী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ ছাড়েননি। অসমের কোনও ছাত্ৰীকে পড়াশোনা ছাড়তে দেওয়া হবে না। ছাত্ৰীদের মধ্যে এখন আত্মবিশ্বাস এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছি।'

মুখ্যমন্ত্রী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবৰ্ষে ৩ লক্ষ ৫০ হাজার ২৬৫ জন ছাত্ৰীকে এই প্রকল্পের অধীনে অর্থ প্রদান করা হবে। তিনি বলেন, ‘নিযুত মইনা প্রকল্প’-এর অধীনে গত অর্থবৰ্ষের মতো এবারও উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্ৰীদের প্রদান করা হবে আৰ্থিক সাহায্য। গত বছর ১ লক্ষ ৬১ হাজার ৩০২ জন ছাত্ৰী এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।

ড. শৰ্মা জানান, উচ্চ মাধ্যমিকের ছাত্ৰীরা প্রতিমাসে ১,০০০ টাকা, স্নাতকের ছাত্ৰীরা প্ৰতিমাসে ১,২৫০ টাকা, স্নাতকোত্তরের ছাত্ৰীরা প্ৰতি মাসে পাবেন ২,৫০০ টাকা করে। তাছাড়া বি.এড-এর মহিলা শিক্ষার্থীরাও পাবেন ২,৫০০ টাকা করে। আগামী ১০ মাস এই প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট ছাত্রীদের দেওয়া দেওয়া হবে নির্ধারিত টাকা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande