ছটপুজো উপলক্ষে হার্দিক শুভকামনা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : ছট পুজো উপলক্ষে হার্দিক শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি সোমবার লিখেছেন যে, - সকলকে শুভ ছট পুজোর হার্দিক শুভকামনা। ছটি মাইয়া সবাইকে
ছটপুজো উপলক্ষে হার্দিক শুভকামনা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : ছট পুজো উপলক্ষে হার্দিক শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি সোমবার লিখেছেন যে, - সকলকে শুভ ছট পুজোর হার্দিক শুভকামনা। ছটি মাইয়া সবাইকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রদান করুক।

ছট পুজো উপলক্ষে গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অরিত্র দাশগুপ্তের কন্ঠে সেই গান প্রস্তুত করা হয়েছে। এবং সেই অডিও - ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, এদেশে সূর্য উপাসনার জন্যে প্রসিদ্ধ পার্বণ হল ছট পুজো। প্রতি বছরে দুইবার পালন করা হয়ে থাকে। এদিকে প্রথমবার চৈত্র মাসে (চৈতী ছট)এবং দ্বিতীয়বার কার্তিক মাসে (কার্তিকী ছট)। পারিবারিক সুখ - সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য তা পালন করা হয়ে থাকে। নারী ও পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয়। এরপর বর্তমানে এই পুজো এক সর্বজনীন রূপ পেয়েছে। বিভিন্ন ভাষাভাষী, ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পুজোর মাহাত্ম্য উপলদ্ধি করে পুজোর সামিল হতে শুরু করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande