মতিনগরে মাদকচক্রের বিরুদ্ধে ক্ষোভ, সৎ পুলিশকর্মীকে ফাঁসানোর অভিযোগে ডেপুটেশন
আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : আমতলি থানার অন্তর্গত মতিনগর এলাকায় মাদকচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার থানায় গিয়ে তারা লিখিত ডেপুটেশন জমা দিয়ে এলাকার চারজন কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
থানায় ডেপুটেশন


আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : আমতলি থানার অন্তর্গত মতিনগর এলাকায় মাদকচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার থানায় গিয়ে তারা লিখিত ডেপুটেশন জমা দিয়ে এলাকার চারজন কুখ্যাত মাদক কারবারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সম্প্রতি সাসপেন্ড হওয়া এক পুলিশ কনস্টেবলের পক্ষে নিরপেক্ষ তদন্তেরও আবেদন করেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই পুলিশ কনস্টেবলকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাদের দাবি, যেসব ব্যক্তিরা অভিযোগ করেছিলেন তারাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও দালালির সঙ্গে যুক্ত। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এক সৎ পুলিশকর্মীকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা।

ডেপুটেশনে বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানান, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক। তদন্তে যদি ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হোক। তবে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে দ্রুত তাঁর সাসপেনশন প্রত্যাহার করে পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া হোক।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে মাদকচক্রের দাপটে ক্ষুব্ধ সাধারণ মানুষ, অন্যদিকে পুলিশ কনস্টেবলকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও মতবিরোধ। আমতলি থানার কর্তৃপক্ষ জানিয়েছেন, ডেপুটেশন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি উচ্চপর্যায়ে পাঠানো হবে।

স্থানীয় মানুষদের দাবি, এখনই কঠোর ব্যবস্থা না নিলে মাদক সমস্যায় পুরো সমাজ বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে মতিনগরবাসী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande