
মুম্বই ,২৭ অক্টোবর (হি.স.) : ভুল ভুলাইয়া ৩ এর সাফল্যের পর, কার্তিক আরিয়ানের ভক্তরা তাঁর পরবর্তী ব্লকবাস্টারের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। অভিনেতা তাঁর নতুন কমেডি-ড্রামা নাগজিলা: নাগ লোক কা পেহলা কান্ড নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন।
জানা গেছে ,কার্তিক আরিয়ান নাগজিলা-এর পোস্টার শ্যুট শেষ করেছেন। মূল শুটিং ১ নভেম্বর শুরু হওয়ার কথা। মজার বিষয় হল, ছবিটির ঘোষণা ২০২৫ সালের এপ্রিলে করা হয়েছিল। কিন্তু সেই সময়ে প্রকাশিত পোস্টারে অভিনেতার একটি পুরানো ছবি ব্যবহার করার জন্য নির্মাতারা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হন। নাগজিলা ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে, মৃগদীপ সিং লাম্বা পরিচালনা করছেন। কার্তিক ইচ্ছা পূরণকারী সাপ প্রিয়ম্বেশ্বর প্যারে চাঁদের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি ২০২৬ সালের ১৪ আগস্ট নাগ পঞ্চমী উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন