বলরামপুরে গরুর গাড়ি পুকুরে পড়ে মৃত বাবা ও ছেলে
বলরামপুর, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বলরামপুরে একটি গরুর গাড়ি পুকুরে পড়ে যায়। ঘটনাটি ঘটাচ্ছে , সোমবার সকালে লালিয়া থানা এলাকায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়। এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের নাম সহজ রাম (৬০) এবং তার ছেলে ভোলা রাম (২৪)। স
বলরামপুরে গরুর গাড়ি পুকুরে পড়ে মৃত বাবা ও ছেলে


বলরামপুর, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বলরামপুরে একটি গরুর গাড়ি পুকুরে পড়ে যায়। ঘটনাটি ঘটাচ্ছে , সোমবার সকালে লালিয়া থানা এলাকায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়।

এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের নাম সহজ রাম (৬০) এবং তার ছেলে ভোলা রাম (২৪)। সোমবার সকালে গরুর গাড়িতে করে মাঠে গিয়েছিলেন দুইজন। ফেরার সময় পুকুরের ধারে সরু এবং গর্তযুক্ত পথে গাড়িটির চাকা পিছলে যায়, যার ফলে গরুর গাড়িটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande