মন্থা’র প্রভাবে চাষাবাদে ক্ষতির আশঙ্কা
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। আপাতত তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে বাঁক নেবে সে। ক্রমশ শক্তি বাড়াবে তার। কাল, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিন
মন্থা’র প্রভাবে চাষাবাদে ক্ষতির আশঙ্কা


কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। আপাতত তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বার ক্রমশ উত্তর-পশ্চিম দিকে বাঁক নেবে সে। ক্রমশ শক্তি বাড়াবে তার। কাল, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি কোনও জায়গায় আছড়ে পড়বে সে। সে সময়ে ওই এলাকায় ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আবহবিদদের অনুমান, স্থলভূমিতে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে সরবে মন্থা। তবে খুব দ্রুত বেগে সে এগোবে না। শক্তিও খোয়াবে ধীরে ধীরে। ধাপে ধাপে শক্তি খুইয়ে বুধবার গভীর রাতে সে সুগভীর নিম্নচাপে পরিণত হবে।

মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় না হলেও বৃষ্টির দেখা মিলবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে হাওয়া অফিসের খবর। হেমন্তের এই সময়ে বঙ্গে বৃষ্টির সতর্কতায় দুর্যোগের পাশাপাশি চাষাবাদে ক্ষতির আশঙ্কাও আছে। সে ব্যাপারে প্রশাসন এবং কৃষকেরাও সতর্ক হয়েছেন। উল্লেখ্য, মন্থা নামটি থাইল্যান্ডের দেওয়া। এই নামের অর্থ সুগন্ধী ফুল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande