জগদ্ধাত্রী পূজার ভিড় সামলাতে, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া ট্রেন
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): চন্দননগরে আসন্ন জগদ্ধাত্রী পূজার সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। ২৮.১০.২০২৫ থেকে আগামী ২ নভেম্বর রাত ২টো পর্যন্ত চলবে এই সব ট্রেন। হাওড়া ও বর
জগদ্ধাত্রী পূজার ভিড় সামলাতে, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া ট্রেন


কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): চন্দননগরে আসন্ন জগদ্ধাত্রী পূজার সময় যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। ২৮.১০.২০২৫ থেকে আগামী ২ নভেম্বর রাত ২টো পর্যন্ত চলবে এই সব ট্রেন।

হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ২৮.১০.২০২৫ থেকে ২ নভেম্বর পর্যন্ত যাতায়তের পথে সমস্ত স্টেশনে থামবে।

ব্যান্ডেলের জন্য ইএমইউ স্পেশাল ট্রেনগুলি ২৮.১০.২০২৫ থেকে পর্যন্ত হাওড়া থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫:২০, সন্ধ্যা ৬:৫৫, রাত ১০:৩৫, রাত ১০:৩০ এবং রাত ১০:৩০ মিনিটে ছাড়বে। দক্ষিণমুখী ব্যান্ডেল - হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৬:৩৫, রাত ১১:২০, রাত ১১:৫৫, রাত ১:০০ মিনিটে ছাড়বে।

একটি আপ হাওড়া – বর্ধমান ইএমইউ (ব্যান্ডেল হয়ে) স্পেশাল ২৮.১০.২০২৫ থেকে পর্যন্ত ০১:১৫ টায় হাওড়া থেকে ছাড়বে। অন্যদিকে, বর্ধমান – হাওড়া ইএমইউ স্পেশাল (ব্যান্ডেল হয়ে) ২৭/২৮.১০.২০২৫ থেকে ০১/ পর্যন্ত ২২:৩০ টায় বর্ধমান থেকে ছাড়বে।

তাছাড়া, একটি অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল - হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন ২ নভেম্বর (বিসর্জনের দিন) ০২:৩৫ টায় হাওড়া থেকে ছাড়বে। ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande