উন্নয়নমূলক কাজে রাজ্যের বরাদ্দ নিয়ে হুঁশিয়ারি উচ্চ আদালতের
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): কলকাতা হাই কোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। অর্থের অভাবে কোনও কাজ এগোনো যাচ্ছে না। সেই সংক্রান্ত মামলায় এ বার রাজ্যকে হুঁশিয়ারি দিল উচ্চ আদালত। আদালতের হুঁশিয়ারি, রিজ়ার্ভ ব্যাঙ্কে রাজ্যের অ্
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): কলকাতা হাই কোর্ট এবং বিভিন্ন নিম্ন আদালতের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। অর্থের অভাবে কোনও কাজ এগোনো যাচ্ছে না। সেই সংক্রান্ত মামলায় এ বার রাজ্যকে হুঁশিয়ারি দিল উচ্চ আদালত।

আদালতের হুঁশিয়ারি, রিজ়ার্ভ ব্যাঙ্কে রাজ্যের অ্যাকাউন্ট নম্বরই অচল করার নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি, মামলার পরবর্তী শুনানিতে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য কেন অর্থ বরাদ্দ করছে না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলায় রাজ্যের রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর চায় হাই কোর্ট। আদালত বলে, ‘‘মুখ্যসচিবকে বলুন অ্যাকাউন্ট নম্বর দিতে। আমরা সিজ় করার নির্দেশ দেব।’’

রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাক বলেন, ‘‘প্রথম লাইনেই মিথ্যা কথা বলছেন। গত তিন বছর ধরে বিল বকেয়া। রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? বিল না দেওয়ার কারণে বিএসএনএল যদি পরিষেবা বন্ধ করে দেয়, তখন কী হবে? তিন বছর যথেষ্ট সময়। বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি। রাজ্যের কর্মীদের সঠিক ভাবে বেতন দিচ্ছেন না। হাই কোর্টের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না?’’

বিচারপতিরা রাজ্যের কাছে জানতে চান, রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কে রয়েছে। রাজ্যের আইনজীবী জানান, রিজ়ার্ভ ব্যাঙ্কে রাজ্যে অ্যাকাউন্ট আছে। এর পরেই বিচারপতিরা বলেন, ‘‘আমরা রিজার্ভ ব্যাঙ্ককে বলছি কোনও টাকা না ছাড়তে। আদালতের অনুমতি ছাড়া যেন টাকা ছাড়া না হয়। বিএসএনএল সার্ভিস বন্ধ করে দিলে কিছু বলার থাকবে না। হাই কোর্টের অবস্থা যদি এমন হয়, নিম্ন আদালতে কী হচ্ছে!’’

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande