
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : ছট পুজো উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে সোমবার এই উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ।
প্রসঙ্গত, ছট পুজো হিন্দু বর্ষ পঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত এক প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পুজো সূর্য ও ষষ্ঠী দেবীর (ছটী মাঈ) প্রতি সমর্পিত হয়। যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। প্রসঙ্গত, ছটে কোনও মূর্তি পুজো করা হয় না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত