
উত্তর ২৪ পরগনা, ২৭ অক্টোবর (হি.স.): দমদমের বেদিয়াপাড়ায় যুবককে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনার তদন্তে তৎপর পুলিশ। মূল অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেফতার করা হয়েছে। নৈহাটি থেকে ধরা হয় তাকে। তবে এখনও এই ঘটনায় দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বেদিয়াপাড়ার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল সুশান্ত। তবে তাতেও শেষরক্ষা হয়নি। নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। শেষমেশ মোবাইল টাওয়ারের অবস্থান চিহ্ণিত করে পুলিশ তাকে নৈহাটি থেকে গ্রেফতার করে। ধৃত সুশান্ত দাস স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী। এখনও বাবান ওরফে সুমন বন্দ্যোপাধ্যায় এবং সাগর নামে দু’জনের খোঁজে চলছে তল্লাশি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত