নিতাই ভট্টাচার্য ১২৫, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণে সভা
কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : দেশের স্বাধীনতা সংগ্রামী ও নাট্যকার এবং অভিনেতা - প্রায় ৪০টি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য নির্মাতা নিতাই ভট্টাচার্যের ১২৫ বছরে পদার্পণ। এদিন ২৭ অক্টোবর ছিল তাঁর প্রয়াণ দিবস (১৯৭০)। তাঁকে শ্রদ্ধা জানাতেই সোমবার নবদ্বীপ
নিতাই ভট্টাচার্য - ১২৫, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা নবদ্বীপে


কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : দেশের স্বাধীনতা সংগ্রামী ও নাট্যকার এবং অভিনেতা - প্রায় ৪০টি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য নির্মাতা নিতাই ভট্টাচার্যের ১২৫ বছরে পদার্পণ। এদিন ২৭ অক্টোবর ছিল তাঁর প্রয়াণ দিবস (১৯৭০)। তাঁকে শ্রদ্ধা জানাতেই সোমবার নবদ্বীপ কথাশিল্প সংস্থার পক্ষ থেকে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সূত্রে এদিন জেলা শহরে বকুলতলা স্কুলের প্রাক্তনী সভাগৃহে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সিরাজুল ইসলাম ও প্রাবন্ধিক পীতম ভট্টাচার্য। নদীয়া জেলায় বাংলা নাটকের প্রবর্তক শ্রীচৈতন্যর জন্মভূমি নবদ্বীপে তাঁর জন্ম ১৯০০ খ্রিস্টাব্দে। তৎকালীন সময়েই একজন মুক্তমনের মানুষ ছিলেন নিতাইবাবু। নেতাজির অনুগামী, শিশির ভাদুড়ির ছাত্র ছিলেন তিনি। অভিনয় করেছেন তাঁর সঙ্গেও। মহান মানুষটিকে শ্রদ্ধা জানাতেই এদিন উপস্থিত ছিলেন শহরের নাট্যপ্রেমীরাও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande