থামা : অষ্টম দিনে বক্স অফিসে আয় সাড়ে ৫ কোটি টাকা
মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.) : আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্নার হরর কমেডি ছবি থামা বক্স অফিসে এখনও তার আধিপত্য বজায় রেখেছে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিটি কেবল দর্শকদের মনোরঞ্জনই করেনি, বরং বক্স অফিসে তার অবস্থান ধরে রেখেছে। ছবিটি এখ
থামা : অষ্টম দিনে বক্স অফিসে আয় সাড়ে ৫ কোটি টাকা


মুম্বই, ২৯ অক্টোবর (হি.স.) : আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্নার হরর কমেডি ছবি থামা বক্স অফিসে এখনও তার আধিপত্য বজায় রেখেছে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিটি কেবল দর্শকদের মনোরঞ্জনই করেনি, বরং বক্স অফিসে তার অবস্থান ধরে রেখেছে। ছবিটি এখন বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, থামা অষ্টম দিনে ৫.৫০ কোটি টাকা আয় করেছে। শনিবার ছবিটি প্রায় ১৩.১ কোটি টাকা আয় করেছে। ছবিটি পঞ্চম দিনে ১৩.১ কোটি টাকা , ষষ্ঠ দিনে ১২.৬ কোটি টাকা এবং সপ্তম দিনে ৪.২৫ কোটি টাকা আয় করেছে। এর ফলে ছবিটির মোট ঘরোয়া বক্স অফিস সংগ্রহ ১০১.১০ কোটিতে পৌঁছেছে। যদিও প্রায় ১৫০ কোটি বাজেটের ছবিটির খরচ পুনরুদ্ধারের জন্য এখনও কিছুটা পথ বাকি আছে। তবুও বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই এটি যথেষ্ট স্বীকৃতি অর্জন করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande