
বিজনৌর, ২৭ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌর জেলার আফজলগড় এলাকায় অবশেষে ধরা পড়ল চিতাবাঘ। বিগত কয়েক সপ্তাহ ধরে তার ভয়ে গ্রামবাসীরা আতঙ্কে ছিল। রবিবার রাতে বন দফতরের বসানো খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বনকর্মী ও পুলিশ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানিয়েছেন, পশু চিকিৎসক পরীক্ষা করার পর তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বিগত দেড় বছরে চিতাবাঘের হামলায় বিজনৌর জেলায় ৩৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিগত দুই বছরে বন দফতর প্রায় ৪৮টি চিতাবাঘ ধরেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন