আর জি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): আর জি কর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, হাসপাতালে কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ
আর জি কর হাসপাতালের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন


কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): আর জি কর হাসপাতালের এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, হাসপাতালে কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভজিৎ আচার্য (৩৭)। তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে খবব, মৃতার স্ত্রীর নাম ঐন্দ্রিলা রায়। তিনি বসিরহাট জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার। ঐন্দ্রিলা পুলিশকে জানিয়েছেন, রবিবার সুস্থই ছিল শুভজিৎ। রাত ১০টা নাগাদ মধ্যমগ্রামের আবাসনের ফ্ল্যাটে তাঁরা দু’জনে একসঙ্গে রাতের খাওয়াদাওয়াও করেন। তার পর রাত ১২টা নাগাদ শুভজিৎ তাঁর স্ত্রীকে জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। দ্রুত তাঁর চিকিৎসার প্রয়োজন। সেইমতো শুভজিৎ একটি বেসরকারি হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে একটু বেশিই ওষুধ খেয়ে ফেলেছিলেন শুভজিৎ। তা ছাড়া হাসপাতালে কাজের চাপও চলছিল। সব নিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande