
কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): রাজ্যে এসআইআর শুরুর আগেই প্রশাসনের বড়সড় রদবদল। দশ জেলাশাসক, এডিএম-সহ মোট ১৭ জন আমলাকে বদলি করা হল। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। সোমবার নবান্ন সূত্রে এখবর জানা গিয়েছে।
এ বিষয়ে স্পর্শকাতর জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদহ, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের জেলাশাসকদের বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলাশাসক বদল হয়েছেন অন্তত ২০ জেলার। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের সচিব পর্যায়ে ব্যাপক রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে।রদবদল করা হয়েছে কলকাতা পুরসভাতেও।
আগামী বছরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলবে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও আরেক মহলের মত, এটা রুটিন বদলি। তিন বছরের বেশি যে আধিকারিকরা একটি নির্দিষ্ট বিভাগে কর্মরত, তাঁদের নিয়ম মেনে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, জেলা পুলিশ প্রশাসন ও পুর প্রশাসনেও এবার বদল আসবে।
নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সব মিলিয়ে মোট ৫৭ জন আধিকারিককে বদলি করা হয়েছে। এই তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক ছাড়াও রয়েছেন হিডকো, হলদিয়া উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা।
যেমন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর আইএএস শশাঙ্ক শেট্টিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের পদে আনা হয়েছে। বর্তমান জেলাশাসক আইএএস শরদ দ্বিবেদীকে বদলি করা হয়েছে স্বাস্থ্য দফতরের সচিব পদে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক বদলি হয়েছেন কলকাতা পুরসভার কমিশনার পদে। এছাড়া মুর্শিদাবাদ, পুরুলিয়ার জেলাশাসকদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত